Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উপজেলা পরিষদ
বিস্তারিত

জুরাছড়ি উপজেলার উপজেলা পরিষদ একেবারে উপজেলার সদরে অবস্থিত। এটি একটি দোতলা বিল্ডিং এবং এর পরিবেশ অত্যন্ত মনোরম।

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত প্রত্যন্ত দুর্গম একটি উপজেলা জুরাছড়ি। সবুজ পাহাড়ে ঘেরা রাঙ্গামাটি পার্বত্য জেলার নিভৃত এ জনপদটিতে রয়েছে বিভিন্ন জাতি গোষ্ঠীর শান্তিপূর্ণ সহ-অবস্থান। প্রকৃতির নির্মলতা আর বিশুদ্ধতা যেন সবখানে বিরাজমান। জনসংখ্যার দিক থেকে একটি ক্ষুদ্রতর একটি উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এ উপজেলাটি সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়।

এ উপজেলাটি পূর্বে বরকল উপজেলার একটি ইউনিয়ন ছিল। পরবর্তীতে ১৯৮০খ্রিঃ সালে ১৮ নভেম্বর জুরাছড়িকে মানউন্নীত থান হিসেবে ঘোষণা করা হয়।পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ১৯৮৩ সালের ২৫ জুলাই উপজেলাই উন্নীত হয়।

চাকমা শব্দ ‘জুরা’ অর্থ ঠান্ডা বা শীতল এবং ‘ছড়ি’ অর্থ পানির ঝর্ণা বা ঝিরি। ঠান্ডা পানির ঝর্ণা বা ঝিরি প্রবাহিত হওয়ার স্থানটির নাম হয়েছে ‍‍"জুরাছড়ি”।