বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত প্রত্যন্ত ও দূর্গম একটি উপজেলা জুরাছড়ি। সবুজ পাহাড়ে ঘেড়া রাঙ্গামাটি পার্বত্য জেলার নিভৃত এ জনপদটিতে রয়েছে বিভিন্ন জাতি গোষ্ঠীর শান্তিপূর্ণ সহ-অবস্থান। প্রকৃতির নির্মলতা আর বিশুদ্ধতা যেন সবখানে বিরাজমান। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এ উপজেলাটি সহজেই সকলের মন কেড়ে নেই। উপজেলাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি উপজেলা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে চাকমারাই সংখ্যাগরিষ্ঠ। এছাড়া তঞ্চঙ্গ্যা, মারমা, ত্রিপুরা, পাংখো ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের দেখা যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের ভাষায় কথা বলে থাকে। তবে বিদ্যালয়ের পাঠদান বাংলা ভাষায় হয়ে থাকে। এলাকার লোকেরা তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠানাদি পালন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস